মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিএনপি পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে : শামীম ওসমান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপি পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে : শামীম ওসমান 

লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশে গাড়িতে আগুন দেয়া হচ্ছে, শ্রমিক পুড়িয়ে মারা হচ্ছে, আইনের রক্ষাকারী পুলিশ বাহিনীকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। আমি তাকে ধিক্কার জানাই। আপনার যদি সাহস থাকে তাহলে দেশে এসে রাজপথে নামেন। 

সোমবার (৬ নভেম্বর) নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় আ.লীগের আয়োজিত শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান একথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি শান্ত নগরী। এই শান্ত নগরীতে অশান্ত করবেন না। জনগণ যদি একবার ক্ষেপে যায় তাহলে পালানোর পথ খুঁজে পাবেন না। আমরা ধৈর্য্য ধারন করছি। কেননা আমাদের ধৈর্য্য ধারন করতে বলা হয়েছে। 

শামীম ওসমান বলেন, ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে বিএনপিকে জনগণ পছন্দ করে না। 

টিএইচ